Wednesday, March 16, 2011

বিজয় তুমি... ।। ফয়সাল বিন হাফিজ

বিজয় তুমি
স্বাধীন বাংলার মাটি
বিজয় তুমি
মায়ের মুখের হাসি।

বিজয় তুমি
মুক্ত আকাশে উড়ন্ত নিশান
বিজয় তুমি
গ্রাম বাংলার খেটে খাওয়া কিষাণ। বিজয় তুমি
বাবার কাঁধে মুক্তিযোদ্ধা ছেলের লাশ
বিজয় তুমি
একটি ডিসেম্বর মাস।

বিজয় তুমি
যুদ্ধাপরাধীদের সুষ্ঠ বিচার
বিজয় তুমি
সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠার অধিকার।

বিজয় তুমি
শহীদের বুক ফাটা চিৎকার
বিজয় তুমি
দিন বদলের অঙ্গীকার।

বিজয় তুমি
ঊণচল্লিশ বছর পর আজও নবীন
বিজয় তুমি
বাংলার প্রতিটি স্পন্দনে চির মলিন।

বিজয় তুমি
আরো একটি নতুন গান
বিজয় তুমি
জাগিয়ে তুল বাংলাদেশের সম্মান।

No comments:

Post a Comment