Wednesday, October 12, 2011

অস্বীকার করিনি || মুহম্মদ নূরুল হুদা

তুমি যে ছিলে, তুমি যে এসেছিলে
না, আমি অস্বীকার করিনি

আমি অস্বীকার করিনি
আমাদের দান-প্রতিদান
আমি অস্বীকার করিনি
আমরাও গেয়েছিলাম অমরার গান

তবু বিদায়ের বেলা হে দেবকন্যা,
যখন তোমার চোখজুড়ে অশ্রুর বন্যা
আমি তোমাকে প্রত্যাখ্যান করলাম
আমি ভুবনভাসানো তোমার সেই বন্যায়
সাঁতার কাটলাম

অন্তর
তিন ভুবনের বন্ধন ছেড়ে
আমি এক মরসুন্দরীর পায়ে নত হলাম

সুত্র: কালের কন্ঠ

No comments:

Post a Comment