Thursday, August 2, 2012

নিসরাত আক্তার সালমা | রমজান


রমজান এলো বছর ঘুরে
রোজা রাখ মুসলমান
রোজার মাসে রোজা রেখে
পোক্ত কর নিজ ইমান।
আদায় করো শুকরিয়া
নামাজ রোজা রেখে,
সাহরি খাও ইফতার করো
সঠিক সময় দেখে।
শান্তি সুখের দিনের আশায়
করো সবাই মোনাজাত
পরকালের কথা ভেবে
চাও সবাই মাগফিরাত।

No comments:

Post a Comment