প্রিয় পাঠক লক্ষ্য করুন

Wednesday, August 3, 2011

রমজানে মানুষকে ইবাদতে আগ্রহী করা প্রয়োজন ।। মুফতি আবদুর রহমান

রমজান রহমত ও বরকতের মাস। ইবাদতের বসন্তকাল। মহান রাব্বুল আলামীন এ মাসে ইবাদতের ছওয়াব বহুগুণে বৃদ্ধি করে দেন। আল্লাহর প্রিয় বান্দারা সুবর্ণ সুযোগকে কাজে লাগাতে ইবাদতে মত্ত হয়ে থাকেন, সাধারণ মানুষের মাঝেও রমজানের বরকত পরিলক্ষিত হয়। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রমজান শুরুর সঙ্গে সঙ্গেই শয়তানকে সারা মাসের জন্য বেড়িবদ্ধ করা হয়। সে কারণে রমজানের বরকতস্বরূপ দ্বীনি পরিবেশের সৌন্দর্য পরিলক্ষিত হয়। সবার মাথায় টুপি শোভা পায়, মসজিদে মুসল্লি বৃদ্ধি পায়, মানুষও সাধ্যানুপাতে ইবাদতে সচেষ্ট হয়। তাদের দ্বীনি মনোভাব ও টুটাফাটা ইবাদতের সাধারণ ভুলের জন্য তিরস্কার না করে আরও উত্সাহ প্রদান করাই শ্রেয়। এ ব্যাপারে ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় ব্যক্তিদের যত্নশীল হওয়া কাম্য।
শায়খুল হাদিস হজরত যাকারিয়া (রহ.) বলতেন, মুখলিছ ব্যক্তিদের উল্টাসিধা আমল এবং তাদের সঠিক নিয়ত ও একনিষ্ঠতার দরুন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। ইরশাদ হয়েছে, সব আমলের ছওয়াব নিয়তের ওপর নির্ভরশীল (আল হাদিস)।
হজরত মুসা (আ.)-এর একটি হাদিসে বর্ণিত আছে, একদা এক মুমিন গ্রাম্য বুড়ি আল্লাহর মহব্বত ও ভালোবাসায় আপ্লুত হয়ে বলছিলেন, আল্লাহ! তুমি যদি আমার সামনে আসতে, তোমাকে যদি আমি পেতাম তবে তোমাকে যত্ন করে গোসল করাতাম, মাথায় তেল লাগিয়ে দিতাম এবং হাত-পা টিপে দিতাম। হজরত মুসা (আ.) ওই মহিলার পাশ দিয়ে অতিক্রমকালে এসব শুনে তাকে ধমক দেন এবং এসব বলতে বারণ করেন। পরে তাঁর ওপর আল্লাহর পক্ষ থেকে ওহি আসে, হে মুসা! তুমি এটা কেমন কাজ করলে? সেই মহিলা পদ্ধতিগত ভুল করলেও আগে আমাকে স্মরণ করত, তোমার নিষেধে এখন সে আমার স্মরণই ছেড়ে দিয়েছে।
হজরত জালালুদ্দীন রুমী (রহ.) বলেন, মানুষকে আল্লাহমুখী করতে আমাকে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ বিমুখ করতে নয়। তাই রমজানে মানুষের আবেগ ও আগ্রহকে কাজে লাগিয়ে তাকে দ্বীনি বিষয়ে সহযোগিতা প্রদান করে ইবাদতের ধারাবাহিকতা রক্ষায় সচেষ্ট হওয়া বাঞ্ছনীয়। তাহলে থেকে যাওয়া ছোটখাট ভুলগুলো সময়ে ঠিক হওয়া সম্ভব। অন্যথায় বিরক্ত হয়ে ইবাদত বর্জনেরই আশঙ্কা থাকে।
অনুলিখন : আবদুল্লাহ মুকাররম 
সূত্র : আমার দেশ

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ