প্রিয় পাঠক লক্ষ্য করুন

Wednesday, January 18, 2012

মানুষ এখন || শাহ আলম বাদশা

মানুষ এখন নেইতো মানুষ আর
হিংস্র পশুর মতোই হৃদয়হীন
চলার পথে মরলে কেউই, তার
চোখের কোনেও পাইনে জলের চিন্।

ভাতবিনে কেউ মরলে পথের পাশে
মানুষ এখন চায়না ফিরেও কভূ;
গরীব যখন খাবার চাইতে আসে
দয়ার উদয় হয় নাকো তার তবু?

চলতিপথে কাতরালে কেউ পড়ে---
মানুষ এখন হয়না দুঃখে কাতর
পাশ কেটে কয়, ’ওরা কী আর মরে’
মরতে দেখেও হয়না শোকে পাথর!

মানুষ এখন এই জগতের মাঝে
মানুষকে আর মানুষ ভাবছে নাযে?

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ