প্রিয় পাঠক লক্ষ্য করুন

Tuesday, April 24, 2012

আমেলা | ওমর আলী

যৌবনের মাংসে ভরপুর দুইগাল টল টলে
যৌবনের রসে ভরপুর দুই ঠোঁট আমেলার
আমেলা পুকুরে মুখ ধুতে যায় ছায়া পড়ে জলে
মসৃণ আয়না যেন মুখখানা ধরে রাখে তার
আমেলা যুবতী রাঙা জামা-পায়জামা পরে থাকে
সুস্বাস্থ্যে ভরা কোমর দৃষ্টিকে করে আকর্ষণ
রঙিন ওড়না দিয়ে সুউন্নত বুক ঢেকে রাখে
তবুও মানে না বাধা মুগ্ধ করে দর্শকের মন
আমেলা যৌবনের গর্বে অত্যন্ত গরবিনী
সে যেন মহুয়া স্বাস্থ্যবতী আর শক্তিমতী নারী
পুরুষকে কাঁধে নিয়ে চলে যায় এত সাহসিনী
সুলতানা রিজিয়ার সাথে তার তুলনা দিতে পারি
সাবিত্রী সে জানকী সে বীর যোদ্ধা চাঁদ সুলতানা
পুরুষের বেশে যোদ্ধা অশ্বারোহী সকিনা বেগানা...।

সুত্র : আমার দেশ

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ