
তখন নিপু আপু তো রাগে আর লজ্জায় একেবারে শেষ, আর এদিকে পিউ ভাইয়ার অবস্থা হলো কি, সে তো লজ্জায় একেবারে নির্বাক। আর এ ঘটনা শোনার পর সবার যেন ভিমরুল পড়ার পরের অবস্থা। অর্থাত্ লাফিং গ্যাস তীব্র মাত্রায় বেড়ে গেল। এরপর তখন থেকে আমরা নিপু আপুকে ডাকি হাসির কোলবালিশ
No comments:
Post a Comment