প্রিয় পাঠক লক্ষ্য করুন

Wednesday, July 27, 2011

কথাটা সত্যি! ।। মজিবুর রহমান মন্জু

কথাটা সত্যি!
ডুবে যাওয়া সূর্যের মত,
সবুজ বৃক্ষের নির্মল হাওয়া খেয়ে
জীবন সঞ্চারণী ঢিব্ ঢিব্ শব্দ তুলে
বেঁচে থাকার মত।
দিনান্তে যেমন আমি স্পর্শ করি
একত্রিশ থেকে বত্রিশ
তুমি ছাব্বিশ- সাতাশ
এভাবে গুনতে গুনতে
একদিন কেউ
ছিয়াশি কিংবা সাতানব্বই,
তারপর নিকেশের খাতাটা
বন্ধ করে অজানা গন্তব্যে...
কথাটা সত্যি!
একদিন অনিবার্য সুনামি তাড়া করছে
সমুদ্রবেষ্টিত সমস্ত দেশ- মহাদেশ,
বরফের পাহাড়-দুর্গম পর্বত,
ভালোবাসায় বুঁদ তোমাকে- আমাকে
তবুও প্রতিদিন
এড়িয়ে চলছি সকল চৈতন্য,
বিবেকের প্রশ্নমালা।
বিরতিহীন দুমড়ে যাচ্ছি
বিশ্বাসের শেকড়
অবিরত অন্ধ হচ্ছি সূর্য ডুবে
যাওয়া সন্ধ্যা-
অতঃপর নেমে আসা রাতের
গাঢ় অন্ধকারের মত...
কথাটা সত্যি, সম্পূর্ণ সত্যি।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ