প্রিয় পাঠক লক্ষ্য করুন

Thursday, May 26, 2011

রাতের রানী নাইট কুইন ।। বিন্দু এনায়েত


রানীর মতো সৌন্দর্য নিয়ে রাতের বেলা যে ফুল ফোটে, সে ফুলের নাম ‘রাতের রানী’ বা নাইট কুইন । রাত বেড়ে চলার সঙ্গে সঙ্গে কলি থেকে একটি একটি করে পাপড়ি মেলতে থাকে। সে সঙ্গে পাল্লা দিয়ে ছড়াতে থাকে মৃদু অথচ মন কেড়ে নেয়া সুগন্ধ। প্রকৃতিপ্রেমী মানুষ নাইট কুইন ফুলের সুগন্ধ ও সৌন্দর্য উপভোগ করার জন্য ব্যাকুল হয়ে প্রতীক্ষা করে।
কোনো এক সময় ছিল যখন সাধারণত ইউরোপের কয়েকটি দেশে এ ফুল দেখা যেত। এখন অবশ্য আমাদের দেশেও নাইট কুইন দেখতে পাওয়া যায়।
নাইট কুইন ফুলের অদ্ভুত একটি বৈশিষ্ট্য হলো এ ফুলের গাছ পাথরকুচি গাছের মতো পাতা থেকে অঙ্কুরিত হয়। একটি পাতা নরম মাটিতে রেখে দিলে ধীরে ধীরে সে পাতা থেকে অঙ্কুর বের হয় এবং পরে তা গাছে পরিণত হয়। একটি পাতা থেকে একাধিক গাছ জন্মাতে পারে।
পাতা থেকে শুধু নাইট কুইন ফুলের গাছই জন্মায় না, ফুলও জন্মায়। প্রথম পাতার যে কোনো দিকে ছোট একটি গুটির মতো বের হয়। এই গুটি আস্তে আস্তে বড় হয়। ১৪ থেকে ১৫ দিনের মধ্যে সেই ফুলের গুটি থেকে কলি রূপান্তরিত হয়। আর কলিপুষ্ট হওয়ার পর রাত যত বাড়তে থাকে তার পাপড়ি তত মেলতে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে গন্ধ ছড়াতে থাকে। আর রাত শেষের দিকে যত এগোতে থাকে এই ফুলের পাপড়ি ততই ম্লান হতে থাকে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কারণ রাতের রানী দিনের আলো সইতে পারে না। এও আল্লাহতায়ালার এক সুন্দরতম সৃষ্টি রহস্য—এ আমাদের স্বীকার করতেই হবে।
একটি তথ্য জানানো হয়নি, নাইট কুইন ফুল ফোটে বর্ষাকালে।
—বিন্দু এনায়েত
সূত্র : আমার দেশ

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ