প্রিয় পাঠক লক্ষ্য করুন

Wednesday, May 4, 2011

ডিজিটাল ।। সাকিব হাসান

গাঁও-গেরামে বসত করে
দেখছি কি যে হায়,
যখন তখন নানান ছুতোয়
কারেন্ট চলে যায়।
ঝড়-বৃষ্টি আসতে দেখে
নামে আঁধার কালো,
ইচ্ছে করে কোরাস ধরি
বেশ করেছো ভাল।
সাঁঝের আগেই আঁধার নামে
ডাকে ঝিঁঝি পোকা,
টেবিলেতে বইটা নিয়ে
বসে না আর খোকা।
মনের মাঝে প্রশ্ন জাগে
এই যদি হয় হাল,
কেমন করে দেশটা আমার
হবে ডিজিটাল?

সূত্র : আমার দেশ

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ