প্রিয় পাঠক লক্ষ্য করুন

Tuesday, May 3, 2011

কালো কাক হবো ।। জহির রহমান

 সুসময়ের বন্ধু চাইনা হতে
চাইনা হতে বসেন্তর কোকিল;
আমি হবো কালো কাক
যে থাকবে বারমাসি।
আমি হবোনা আবেগী
কিংবা স্বপ্নবিলাসী
কল্প গল্প না ভেবে
বাস্তবে বিশ্বাসী।
হতে চাইনা সর্বহারা
কালবৈশাখী ঝড়ে
হতে চাই সবুজ পাহাড়
যেথায় ঝর্ণাধারা বহে।
বসন্তের কত কোকিল
জুটবে তোমার পাশে
বসন্ত ফুরালে আর
পাবে নাকো তাকে।
কাক হলো বন্ধু সবার
থাকবে বার মাস
তোমায় দূরে সরাবে না
দেবে নাকো বাঁশ।
বসন্তের মিষ্টভাষী
কোকিল আমি নই
বারমাসি কাক আমি
কর্কশ ভাষী হই।
মে ০২, ২০১১

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ