প্রিয় পাঠক লক্ষ্য করুন

Tuesday, May 3, 2011

দিন শেষ, ভালবাসাও শেষ ।। আব্দুল হালিম মিয়া

জীবন যাপিত হয়
চোখের পলকে
বছরগুলো কিভাবে যেন
হারিয়ে যায় ।
দিবস পালিত হয়
মা দিবস
বাবা দিবস
ভালবাসা দিবস
জাতিসংঘের নানা দিবস
শুধু একটি দিনের জন্যই ।
ইয়াং স্ট্রীটে ফুলের তোড়াগুলো
খুব দ্রুতই শেষ হয়ে যায়
গিফ্ট কার্ডের দোকানে লম্বা লাইন
দেখেই বুঝা যায়
আজ কোন দিবস টিবস
হবে নিশ্চয় ।
দিন শেষ
ভালবাসাও শেষ
বছরের বাকী দিন গুলোতে
কাউকেই আর দরকার হয় না ।
মা, বাবা ? ওরা আবার কে?
গিভ দেম ড্যাম !
হু কেয়ারস এর দেশে
এটাইতো স্বাভাবিক ।
বাবা, মা’র লালিত স্বপ্ন গুলো
ডানা মেলতে পারে না,
রঙিন ভাবনা গুলো ধীরে ধীরে
ফিকে হতে থাকে;
ভালবাসার মানুষের
অভাব হয় না
এসব দেশে
যেমন ভাত ছিটালে
কাকের অভাব হয় না । 
 

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ