প্রিয় পাঠক লক্ষ্য করুন

Friday, September 14, 2012

রংধনু | হোসেন মাহমুদ

বৃষ্টি ধোয়া শেষ বিকেলে
নানা রকম রং মিশেলে
দূর আকাশে উঠল হেসে
রংধনুটা অবশেষে।

ঐ যে দেখ ঐ দেখা যায়
আঙুল তুলে দিব্যি দেখায়
আকাশপটে রংবাহারি
রংধনুটা মিষ্টি ভারি।

মন ভরানো সাতটি রং
আদর কাড়া মোহন ঢং
মেঘ না থাকা আকাশটায়
রংধনুটা রং ছড়ায়।

ছেলে বুড়ো সবাই মিলে
চোখ জুড়ানো রং মিছিলে
মুগ্ধ হয়ে তাকিয়ে রয়
রংধনুটার রঙের জয়।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ