প্রিয় পাঠক লক্ষ্য করুন

Sunday, September 16, 2012

ভালবাসায় কিছু ভুল | জিয়া রহমান

দিনের যে অশিষ্ট আলোয়
তোমাকে দেখেছি কয়েকবার,
তাকে আজ ঘৃণা করতে শিখেছি।
আমার সময়েরা আজ অন্ধকার অধ্যুষিত,
তার রঙ সবুজ!
অন্ধকার সত্যের মতই সত্যি
দুবিনীত অথচ বঞ্চনা করে না।
ঐ যে নীল শার্টের মাঝের বোতামটা
এদিন যা বিসর্জিত ছিল তোমার খোঁপায়
লাগানো হয়নি আজও,
অনিচ্ছাকৃত নয়, হয়ত ভুল করেই।

সবিশেষ আরো অনেক ভুল,
প্রত্যহ অনেক ভুল হয়ে যায়!

ভালবাসায়
      কিছু ভুল থাকতে হয়,
      নইলে শুদ্ধ হয় না ভালবাসা।
ভালবাসায়
      কিছু ভুল করতে হয়,
      আত্মঘাতের সর্বনাশা ।।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ