প্রিয় পাঠক লক্ষ্য করুন

Tuesday, September 27, 2011

গাজী গিয়াস উদ্দিন

জন্ম : ৩০ অক্টোবর ১৯৬০, লক্ষ্মীপুর সদর উপজেলার গন্ধর্বপুর গ্রামে। পিতা : মরহুম হারিছ উদ্দিন আহমেদ (ইউপি চেয়ারম্যান), মা মরহুমা সায়েরা খাতুন। বড় ভাই মোঃ সিরাজুল ইসলাম (তথ্য মন্ত্রণালয়ের প্রাক্তন অতিরিক্ত সচিব)। লেখাপড়া এম এম, বি এ অনার্স (বাংলা) এম এ (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)। সহকারী অধ্যাপক  (বাংলা) রায়পুর কামিল মাদ্রাসা। তিনি লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, বর্তমানে স্থায়ী কমিটির সিনিয়র সদস্য এবং প্রাক্তন নির্বাচিত সহ- সভাপতি; দৈনিক জনতার স্টাফ রিপোর্টার এবং মাসিক “বাংলা আওয়াজ” সম্পাদক।  সচেতন নাগরিক কমিটি (টিআইবি) লক্ষ্মীপুর জেলা শাখার সদস্য। প্রকাশিত গ্রন্থ হরিৎ পান্ডুলিপি (কাব্য), স্ক্যান্ডাল (গল্প), গোপনে লুকানো (কাব্য), অকথিত (কাব্য), নান্দনিক পৃথিবী (কাব্য- প্রকাশক মিজান পাবলিশার্স, ঢাকা), ব্যভিচার (মিনি উপন্যাস) এবং লক্ষ্মীপুরের স্মরণীয় বরণীয় (জীবনীগ্রন্থ)। এ সব্যসাচী লেখক কবিতার মধ্য দিয়ে মানবতা প্রতিষ্ঠার স্বপ্নে কাজ করে যাচ্ছেন।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ