প্রিয় পাঠক লক্ষ্য করুন

Friday, September 23, 2011

এই মেঘ এই জল || শিউল মনজুর

জলকে ব্যবহার করি প্রতিনিয়ত ইচ্ছেমতো। শাদা
চোখে জলের দিকে তাকালে নিজেরই ছবি দেখি
অনেকটা আয়নার মতো অথচ জলের দুর্দান্ত প্রতিভা
আমাদের নজরে আসে না। মেঘ দল দেখে কখনো
কখনো আমরা ভয়ে লোকান্তরিত হই। শাদা চোখে
মেঘের দিকে তাকালে শুধুই ধোঁয়াটে রঙ চোখে পড়ে
অথচ মেঘের সৌন্দর্য আমাদের চোখে ধরা পড়ে না—

এই মেঘ এই জল কিংবা জল ও মেঘ পরস্পর
নির্ভরশীল পরিপূরক হৃদয়; সমগ্র সত্তা দিয়ে আকাশ—
বাতাস জানান দিয়ে তুমুল সুখের আবেগে বর্ষ
পরিক্রমায় ওরা দুজনে চেরাপুঞ্জি বনে মিলিত হয়,
এভাবে আষাঢ়ে-শ্রাবণে ছেলেটি-মেয়েটি আমাদের
জন্য বৃষ্টি উপহার দিয়ে যায়।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ