প্রিয় পাঠক লক্ষ্য করুন

Friday, September 30, 2011

ছড়ার মেলা সারাবেলা || আনিসা ফজলে লিসি

ছড়ার মেলা সারাবেলা
ছড়ার গান গাই,
ছড়ার মাঝে বেঁচে থাকার
অপার সুখ পাই।

ছড়া আমায় স্বপ্ন দেখায়
বাঁচতে শেখায় ছড়া,
কান্না হাসি সুখে-দুখে
আমার জীবন গড়া।

ছড়া আমার ভাই-বন্ধু
ছড়া সুখের হাসি,
ছড়া যেনো হীরে-মানিক
মুকেতা রাশি রাশি।

ছড়া তো এক ঝরনাধারা
সুখের নদী বাঁধন হারা,
সেই নদীতে সিনান করি
ভাসিয়ে দেবো সুখের তরী।

তাইতো ছড়া লিখি আমি
সাজাই ছড়ার মেলা,
ছড়ায় ছন্দে যায় কেটে যায়
আমার সারাবেলা।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ