প্রিয় পাঠক লক্ষ্য করুন

Friday, September 23, 2011

দিশাহীন নেশার পাল || মোশাররফ হোসেন খান

হাঁটছি তো হাঁটছি ধোঁয়ার পর্বতের ওপর দিয়ে
পায়ের নিচ থেকে ক্রমাগত সরে যাচ্ছে বালুর আস্তরণ

কোনো কীট-পতঙ্গের ডানাও চোখে পড়ছে না
না কোনো আদিম বসতির অস্তিত্বের সামান্য স্মারক
কোন্ দিকে হাঁটছি তাও বুঝতে পারছি না
কতদূর যেতে হবে, তাও অজানা
পুরনো কোনো নগরী কিংবা সভ্যতার
ধ্বংসস্তূপও দেখছি না।

আমার দিশাহীন যাত্রার একদা যে সাথী ছিল,
তার নাম—স্বপ্ন
এখন সেও আর আমার সাথী নয়
সম্পূর্ণ একা—
মূলত একাই ধোঁয়ার পর্বতে ভেসে চলেছি
কবিতার দিশাহীন নেশার পাল উড়িয়ে
কোথায়, কোন অজানায়—
না, কিছুই জানি না।...

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ