প্রিয় পাঠক লক্ষ্য করুন

Saturday, September 17, 2011

শরৎ মাল্টিনেশন || আবদুল হাই শিকদার

শরৎ আমার জুলফি থেকে
ছলকে পড়া এসএমএসের একটি আদর,
কূল ছাপানো মাল্টিনেশন
নদীর জীবন ছিপির বোতল তবুও ভাদর—

মেঘ বাতাসের বুদ্ধিসুদ্ধি
লোডশেডিং আর ট্রাফিক জ্যামে চ্যাপ্টা চিড়া,
অনলাইনে হালকা কোটিং
তবুও শরৎ পরিবহন মাথার কিরা।

ফারাক্কা বাঁধ টিপাইমুখ
কাঁটাতারের হাড়জ্বালানো মাতব্বরি,
শরৎ সোনার প্রতিবাদের
দুইটি বেণী নীলের নিচে সফেদ পরী

বর্ষাতি আর তীব্র লেপের
মধ্যিখানে কুসুম কুসুম দুধকুমারে,
পত্তি বছর শরত্ আসে
কেপটাউনের হাওয়াই হীরা বেসুমারে।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ