প্রিয় পাঠক লক্ষ্য করুন

Tuesday, March 8, 2011

বাঁকা হাসির চেয়ে নির্মম কিছু নেই ।। ফাহিম আহমদ

পক্ষাঘাত মানুষকে বাধ্য করে উগ্রতায়
অথবা জন্ম থেকেই অসম্পূর্ণতা
যে যাই বলো হে সুসম্পূর্ণ, চিন্তনে, উপহাসে
কারণ এখানে বক্রদৃষ্টি, কখনো কি ভেবেছ তা? আপনাবর্তে বিরাজ করতে এই ধরণীর পরে
কে না চায় বলো; পরিপূর্ণ সম্মানে?
না চাইতে যা পাইনি অথবা হারিয়েছি অকালে
তবুও একথা সত্য যে মোরা বেঁচে আছি মহাকালে।
কি অপরাধে বলো হানছো আঘাত,
কি এমন বলো এনেছি ব্যাঘাত
দৃষ্টিতে তোমাদের?
কখনো দয়ায়, কখনো ঘৃণায়, কখনো বা উচ্ছাসে
অবজ্ঞা, অবহেলা আর সামাজিকতার সকাশে
বাঁকা চোখে দেখছ আমাদের।

কবি বলেছিলঃ
“বাঁকা হাসির চেয়ে নির্মম কিছু নেই”,
বলবো এক্ষণেঃ
বাঁকা চাহনির চেয়ে বড় কোন কষাঘাত কিছু নেই।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ