প্রিয় পাঠক লক্ষ্য করুন

Tuesday, March 8, 2011

পৃথিবীতে প্রশস্ত হউক আলোর সন্ধান ।। ফাহিম আহমদ

হে প্রেমিক নবীন প্রভাতে
প্রেমের অমৃতে পূর্ণ পাত্র তুমি লও হাতে।
হৃদয়ের সব গান এক তানে কল্লোলিয়া তুলুক উল্লাস
একটি আঘাতে শুধু হৃদয়তন্ত্রীতে তব জাগুক উচ্ছ্বাস।

পাত্রের কার্নিস যেন আঘাত আকিঁয়া দেয় মস্তকে তোমার
অক্ষির সান্নিধ্যে তব দীপ্ত হোক বাঁকা তলোয়ার।
তোমার হাসির আলো উৎস হোক বেদনার
তোমার চোখের পানি রক্তাক্ত করিয়া দিক অন্তর সবার। ঘুমন্ত কুঁড়ির মতো কতদিন রবে তুমি শান্ত অপ্রতুল?
প্রমুক্ত গোলাপ সম ব্যর্থভাবে উড়াইবে সৌরভ অতুল!
ব্যথায় মুমূর্ষ হয়ে বাক্যহীন রহিয়াছ তুমি
রক্তিম আঙ্গারে জ্বলি চঞ্চল হউক আজি মনভূমি।

শান্তিরে লাঞ্ছিত করি কলকণ্ঠে জানাও বারতা
দেহের প্রতিটি রন্ধ্রে জানাইবে অন্তরের তীব্র আকুলতা।
পুঞ্জীভূত আঙ্গারে তুমি দীপ্ত-প্রাণ
পৃথিবীতে প্রশস্ত হউক আলোর সন্ধান।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ