প্রিয় পাঠক লক্ষ্য করুন

Monday, March 7, 2011

ভূল না করিলে হয়না কভু শুদ্ধ :: ফাহিম আহমদ

সেই যে গেলে আর আসিলে না ফিরে
সময় যে চলে যায়।
বসন্তের শেষে আবার আসে যে বসন্ত
তুমি তো আসিলে হায়।
তোমার পন্থ পানেতে চেয়ে আমি যে
থাকি বসে। কেন আসিলেনা হে মোর প্রিয়সী
দুষী করে গেলে কোন দোষে
তুমি শুধু আমার ভূলটাই দেখছো
দেখনি ভূলের কারণ,
মেঘের আড়ালে লুকিয়ে থাকে যে
দীপ্ত সুর্য্যের কিরণ।

ভূল না করিলে হয়না কভু শুদ্ধ
জীবনের কোন কর্ম,
অন্ধকার হলে আলোকিত করা
এটাই তো আলোর ধর্ম।

আলোক বর্তিকা আনিলা তুমি এনেছ অনামিশী
তোমার দেয়া ব্যথা বুকে নিয়ে নয়ন জলে ভাষী।

তুমি চলে গেছো ভেঙ্গে গেছে মোর স্বপ্নের বাসর।
সব কিছু ছেড়ে চলে যাব একা ডাক দিলে ঐ কবর।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ