প্রিয় পাঠক লক্ষ্য করুন

Wednesday, March 30, 2011

আজ বারি ঝরা শ্রাবণে ।। মনিরা চৌধুরী

ঝর ঝর শ্রাবণের
ঝরা এ বারি,
মনে করে দেয় যেন ,
কাহারে?
ঝির ঝির বারাসেরা গন্ধ,
ছড়ায়ে তারি,
প্রাণে কিযে দোলা দেয় ,
আহারে !গুন গুন ভ্রমরের –
মৃদু গুঞ্জরনে,
ফুলবনে কে যেন ,
ডাকিছে মোরে।
ফুল ঝরা ফাগুনের
মোহ জাগা সঞ্চারণে।
আজি মনবনে মন মোর ,
চাহিছে কারে ।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ