প্রিয় পাঠক লক্ষ্য করুন

Monday, March 7, 2011

Paradise Tree



প্রচলিত অন্যান্য নাম Bead Tree, China Ball Tree, Paradise Tree, Persian Lilac, White Cedar, Japanese Bead Tree, Texas Umbrella Tree, Pride-of-Indiaইত্যাদি।


বাংলাদেশের উত্তর জনপদে সবচেয়ে বেশি দেখা যায়। উপহিমালয়ের প্রজাতি, আছে মিয়ানমার, চীন ও ইরানে, জন্মে ইউরোপ আমেরিকায়ও। ১৮৩০ সালের দিকে অর্নামেন্টাল ট্রি হিসাবে আমেরিকার ক্যারোলিনা ও জর...্জিয়ায় পৌঁছায়। মূলত নিমের সঙ্গে এ অঞ্চলের মানুষের যে আত্মিক যোগ আছে ঘোড়ানিমের সঙ্গে ঠিক সেভাবে নয়। কারণ আমাদের দেশে নিমটাই সহজলভ্য, ঘোড়ানিম মাত্র দুই দশক আগে থেকে লাগানো শুরু হয়েছে। এখানে সাধারণত সুদর্শন পুষ্প বৃ হিসাবেই চাষ। ফুলের সৌন্দর্য নজরকাড়া এবং অনেকটা উপেতিও বটে। ফুল ঝরেপড়ার পর ফলের নান্দনিকতাও আমাদের মোহিত করে।

 
৮ থেকে ১২ মিটার উঁচু পত্রমোচী গাছ, মাথা ছড়ানো। কা-ে লম্বা ফাটা ফাটা দাগ। যৌপত্র, ২-৩ পল, ৩০ থেকে ৪০ সেমি লম্বা, পত্রিকা ৬ সেমি লম্বা। বসন্তে নিষ্পত্র ডালে ১০-২০ সেমি লম্বা ডাঁটায় ছোট ছোট নীলচে বেগুনি বা বেগুনি রঙের সুগন্ধি ফুল ফোটে, পাপড়ি ৫-৬টি, মাঝখানে পুংকেশরের একটি গাঢ়-বেগুনি নল। ফল ডিম্বাকার, ১.৫ সেমি লম্বা, বীজ ৪-৫টি। বংশবৃদ্ধি বীজের মাধ্যমে। ঔষধি গুণসম্পন্ন। এ গাছ থেকে তৈরি নিমতেল তিকর পোকামাকড় দমনে অত্যন্ত কার্যকর। ফল ইন্ডিয়ান গ্রে হর্নবিল পাখির প্রিয় খাবার। কাঠ দারুমূল্যযুক্ত। 
 

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ