প্রিয় পাঠক লক্ষ্য করুন

Friday, March 25, 2011

মহান মানুষ ।। বাবুল হোসেইন

আসমান থেকে খসে পড়া চাঁদের কণা

পৃথিবী রাঙ্গানো হয় তার স্পর্শে

বহুদিন ভুলিনি সেই রূপের বাহার

যেদিন সেজেছিলে তুমি অপূর্ব দৃশ্যে।

তোমার উদারতা, তোমার দেওয়া-মন

চারপাশে বিলায় পরমানন্দের ঝড়

গ্রহ-নক্ষত্রের বাগান তুমি দাও না বলেই

ইতিহাস হয়ে রয় চির-অমর।



সূর্যের লাল আভা দাও এনে তুমি

আমাদের হতভাগ্য পোড়া কপালে

মানুষের সকল মানবিকতা, মহানুভবতা

লিখে রাখো ইতিহাসে দেয়ালে।



তুমি মহান, মহানুভব তুমি জীবনে

স্পর্শের কাছে ঋনী জনমভর

এমন স্পর্শের তরে উৎসর্গ হোক জীবন

ভুলে যাই কে আপন কে পর। 


উৎসর্গ : নেজা মিয়া স্যারকে। সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। যিনি আমার জীবনে সবচেয়ে প্রিয় মানুষ, প্রিয় শিক্ষক। এখনো যিনি দক্ষ হাতে চালাচ্ছেন স্কুলের সকল কার্যক্রম। আল্লাহ তাকে আরো দীর্ঘায়ু করুন।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ