প্রিয় পাঠক লক্ষ্য করুন

Saturday, March 26, 2011

ছেলেবেলা- ০২ ।। বাবুল হোসেইন

তখন আমি স্কুলে যাই শ্লেট পেন্সিল ছাড়া

ছেলেবেলার দিনগুলো তাই ভীষণ ছন্নছাড়া।

স্কুল মানে অন্ধকারে টিনের ঘরে ইচ্ছে মতন বসা

কানের ভিতর বাজায় বাঁশী কালো কালো মশা।
ক্লাশের চেয়ে বেশী ছিল খেলার দিকে মন

মাঠটা তাই ছিল বুঝি ভীষণ রকম আপন।

মাঠের ভিতর হল্লা ছুটে সারা সময় জুড়ে

ছেলেবেলা এখন বুঝি অনেক অনেক দূরে!

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ