প্রিয় পাঠক লক্ষ্য করুন

Monday, October 3, 2011

আমাদের গ্রামের নদীটিকে নিয়ে || নির্মলেন্দু গুণ

সব গ্রামেই তো আর নদী নেই, কিন্তু আছে সব নদীতীরেই
কোনো না কোনো গ্রাম। গ্রামের সঙ্গে মিলেছে বলেই নয়,
না মিললেও বলতাম, মানুষ বাঁচে না চিরকাল,
বেঁচে থাকে কৃতকর্ম, মানুষের চিরস্মরণীয় নাম।

পথের আকর্ষণে ছুটে যায় পা, পড়ে থাকে পায়ের প্রণাম।
মিলেছে বলেই নয়, না মিললেও বলতাম।
সকল গ্রামেই তো আর নদী নেই;
কিন্তু আমাদের গ্রামে আছে, তাই আমাদের বুকে ভয়।
এই নদী, হোক না তা মরা নদী, তবু আমাদের গ্রামে আছে।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ