প্রিয় পাঠক লক্ষ্য করুন

Friday, October 14, 2011

মাকে পাবে || আলম তালুকদার

ছোট্ট পাখি কেঁদেই সারা
কারণ পাখি মাকে ছাড়া
হঠাৎ বাচ্চা পথহারা
তাই তো পাখি কেঁদেই সারা।
ভাবছে বসে মায়ের কথা
মায়ের আদর স্বাধীনতা
সবকিছু তার শেষ
কোথায় মায়ের দেশ।
জোনাক ছিল ঝোপের পাশে
সাহস দিতে এগিয়ে আসে।
কাঁদছ কেন আমি আছি
পথ দেখাব নাচি নাচি।
নিয়ে যাব মায়ের কাছে
ভয় পেয়ো না ওই তো আছে।
পথ চিনিয়ে নিয়ে যাব।
সবুর করলে মাকে পাব।

1 comment:

  1. মাকে মনে পড়ে আমার.... মাকে মনে পড়ে।
    পৃথিবীর সকল মায়ের জন্য ভালোবাসা.....

    ReplyDelete

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ