প্রিয় পাঠক লক্ষ্য করুন

Saturday, October 15, 2011

কাঠির নগর || সিরাজুল ইসলাম

নিজের শহর_ কে না মনের মতো করে সাজাতে চায়? আর শিল্পী হলে তো কথাই নেই। মাথার মধ্যে সব সময় ঘুরঘুর করে একটা স্বপ্নের শহর। এমনই একজন শিল্পী স্কট ওয়েভার। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ফ্রান্সিসকো শহরের বাসিন্দা। এ শহরের একটি কাল্পনিক মডেল তৈরি করেছেন তিনি। এটি মূলত একটি ভাস্কর্য। এতে ব্যবহার করা হয়েছে এক লাখ ৩ হাজার ৯৮৭টি কাঠের শলাকা। এটি তৈরি করতে সময় লেগেছে ৩ হাজার ঘণ্টা। শিল্প বোদ্ধারা বলছেন, এটি অবিশ্বাস্য শিল্পকর্ম। এর নাম দেওয়া হয়েছে রোলিং থ্রো দ্য বে। এটির উপর থেকে মার্বেল ফেললে তা আস্তে আস্তে গড়িয়ে নিচে পড়বে। এর অর্থ হলো একটি বিশেষ জায়গা থেকে ভ্রমণ শুরু করলে রাস্তাই আপনাকে শেষ গন্তব্যে নিয়ে যাবে। এ ভাস্কর্যটি থেকে পর্যটকরা সহজেই এ শহর সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে পারবেন। এটির উচ্চতা ৯ ফুট। বিভিন্ন ভাস্কর্যের বৈশিষ্ট্যের সমন্বয়ে এটি তৈরি করা হয়। এ শহরের কালজয়ী ঘরবাড়ি, জাহাজ ঘাট, সোনালি ফটক সেতু এবং পাহাড়ে টেরাকোটা বাড়ির ভাস্কর্যও তৈরি করেছেন তিনি। এ ভাস্কর্যে কাল্পনিক শহরের পাশাপাশি ব্যক্তিগত জীবনের কথাও বলেছেন ওয়েভার। যে বাড়িতে তার পরিবার থাকত, শৈশব কিভাবে কেটেছে, তার বিয়ের তারিখ ও অতিথিশালার বর্ণনাও রয়েছে এ ভাস্কর্যে। এটির ওপর দিয়ে বেশ ধকলও গেছে। এটিকে একটি ভূমিকম্প সইতে হয়েছে। ৪টি বাড়িতে স্থানান্তরিত করা হয়েছে। তার পরও টিকে আছে এ নান্দনিক ভাস্কর্যটি। এ সম্পর্কে শিল্পী ওয়েভার বলেন, তিনি কাঠের শলাকা দিয়ে পৃথিবীর সব চেয়ে বড় ভাস্কর্য তৈরির স্বপ্ন দেখছিলেন। কিন্তু কি তৈরি করবেন তা ভেবে পাচ্ছিলেন না। অবশেষে তিনি সান ফ্রান্সিসকো শহরের কাল্পনিক মডেল তৈরি করেন।
সূত্র : সমকাল

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ