প্রিয় পাঠক লক্ষ্য করুন

Saturday, October 15, 2011

হাসান হাফিজের ছড়া-কবিতা

মেলছে ফড়িং
পাখনা
নয় সেটা নয়
ঢাকনা।
পাখ মেলে সে
উড়ছে দূর
আপন মনে
ভাঁজছে সুর।
তাইরে না না
ধিন তানা না
উড়লেই সুখ
নাই যে মানা!


শুনছি ঘোড়ায় ডিম পাড়ে না
তাও তো বলো ঘোড়ার ডিম
ভূত বলে তো কিচ্ছুটি নাই
গপ্পো শুনে শরীর হিম।
রাস্তা চিনি ঘাট চিনি না
তাও তো বলো রাস্তাঘাট,
এই শহরে যানজটই সার
উধাও হলো খেলার মাঠ_

কথা মানো
এ্যাই জেরি এ্যাই টম
সাবধান করে দিই
দুষ্টুমি কম কম,
কথা যদি মানো তবে
খেতে দোব
সন্দেশ চমচম_
বলছি যা
কথা খাঁটি
ঠিক ঠিক
জানবে
দুই জনে
ভেবে বলো
কথাটা কী
মানবে?

নয় টেকসই
একটু বলি মাছের কথা
নানান রকম মাছ
কিনতে গেলে হাত কপালে
চক্ষু চড়কগাছ!

চান্দা বোয়াল পুঁটি
ইলিশ কাতল রুই
এমন দামে বিকোয় তারা
সাধ্যি কোথায় ছুঁই?

পাবদা বেলে মেনি
মাগুর চিতল কৈ
ক্রমেই বিলোপ হচ্ছে ওরা
টিকছে সামান্যই।
সূত্র : সমকাল

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ