প্রিয় পাঠক লক্ষ্য করুন

Monday, October 3, 2011

একটু হাসুন


বাবা (রেগে গিয়ে): এদিকে আয় হতচ্ছাড়া বদমাশ, বোনের জন্মদিনের পুরো কেকটা তুই একাই খেয়ে ফেললি! আয়, খেয়ে ফেলার শিক্ষা তোকে আজ দেই।
ছেলে: তার আর দরকার নেই বাবা, আমি নিজে নিজেই শিখে নিয়েছি।

মা: তোমার ছোট ভাইকে মার্বেল খেলতে দিচ্ছ না কেন?
ছেলে: ও আর ফেরত দেবে না তো।
মা: দেবে না কেন? দেবে।
ছেলে: তাহলে ও এর মধ্যে তিনটে মার্বেল খেয়ে ফেলেছে কেন?

খামারের মালিক: চরাতে নিয়ে গেলে আঠারোটা গরু, ফেরত আনলে সতেরোটা কেন? গুনে নিয়ে আসতে পারো নাই?
রাখাল: একটা গরু এত জোরে দৌড়ে পালিয়ে গেল যে ওটা গোনার সময়ই পেলাম না।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ