প্রিয় পাঠক লক্ষ্য করুন

Wednesday, October 19, 2011

বাবুই পাখি || জাওয়াদ তাজুয়ার মাহবুব

বাবুই পাখি, বাসাটা তার
গাছের ডালে গড়ে,
একটুখানি হাওয়া এলেই,
এদিক-ওদিক নড়ে।

খেজুরপাতা চিরে ওরা
আপন বাসা বোনে,
মনের ব্যথা, দুঃখ কথা
রয় হৃদয়ের কোণে।

খিদে পেলে ঝাঁকে ঝাঁকে
এগাঁও ওগাঁও যায়,
ইচ্ছেমত ঘুরেফিরে,
খাবার খুঁজে খায়।

সারাটি দিন এদিক-সেদিক
সাঁঝের বেলা ফেরে,
এমনি করে দিন কেটে যায়,
বাবুই পাখির নীড়ে।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ