প্রিয় পাঠক লক্ষ্য করুন

Saturday, October 8, 2011

সেই মুখগুলো || মতিন বৈরাগী

কতো মুখ দিনের আলোয় ঘুরেফিরে দেখি
মনে হয় এতোসব বিচিত্র মুখের মাঝে এখনো
আপন কিছু মুখ আছে।

প্রশান্ত অই মুখগুলোয় প্রত্যয় আছে
উজ্জ্বল চাহনিতে সমুদ্র হাসি
সত্য ও মিথ্যার ফারাকটুকু বুঝে নেবার বোধে
ভালোবাসার ভাষায় আছে অমল প্রসূন।

রাত্রিরা যখন ক্রমশ গভীরে নামে, নিস্তব্ধতা যখন
সমস্ত অরণ্য ছুঁয়ে অস্তিত্বের মতো ঘন হয়ে ফোটে
সমস্ত শব্দ শুষে বাজায় অলৌকিক সুর
চেনার ঘরে তখন অনেক শব্দ
সেই মুখগুলো আরও বেশি আপন হয়ে ওঠে
আকাশের মতো শান্ত-স্নিগ্ধ-মৌন-স্থির।

তখন
জানালার ওপাশের শেফালিরা ফুটতে থাকে
আকাশের নীল সীমানায়।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ