প্রিয় পাঠক লক্ষ্য করুন

Wednesday, October 12, 2011

হাসুন প্রাণ খুলে

ছোট বাচ্চা ঘুমাচ্ছে না। রাত জেগে খেলছে।
বাবা বিরক্ত হয়ে বলল- ছোট বাচ্চাদের এখন ঘুমাতে যাওয়ার কথা।
বাচ্চা বলল- কিন্তু আমার তো কোনো বাচ্চা নেই।

লোক: তোমার আব্বু কার্পেটে হামাগুড়ি দিচ্ছে কেন?
বাচ্চা: আমি ছবি অাঁকব।
লোক: তার জন্য হামাগুড়ি দিতে হবে কেন?
বাচ্চা: টিচার বলেছে হাতির ছবি এঁকে নিয়ে যেতে, তাই মা বলল-

১ম জন: আজ একটা লোককে দেখলাম যে ডানে যাবে না বামে যাবে বুঝতে পারছিল না।
২য় জন: তারপর?
১ম জন: তার উপর দিয়েই গাড়ি চালিয়ে দিলাম।

অলস ব্যক্তি: আমাকে কিছু খাওয়ান।
লোক: অলসদের আমি কিছু খাওয়াই না।
অলস ব্যক্তি: না না আপনাকে খাইয়ে দিতে হবে না, আমি নিজেই খেয়ে নেব। শুধু টাকাটা দিলেই চলবে।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ