প্রিয় পাঠক লক্ষ্য করুন

Monday, October 3, 2011

শরতের নীল || জয়নাল আবেদীন বিল্লাল

টিপটিপ বৃষ্টি
শরতের সৃষ্টি
লোকে বলে কৃষ্টি
খুব ভালো ইষ্টি।

শরতের নীল
আকাশের দিল
বড় বেশি মিল
মাছ ভরা বিল।

শরতের হাল
গাছে পাকা তাল
পড়ে দেয় ফাল
নড়ে ওঠে চাল।

শরতের হাসি
ফুল রাশি রাশি
রাখালের বাঁশি
সুরে যায় ভাসি।

শাদা শাদা ফুল
নদীর দুকূল
করতে ব্যাকুল
পুতুলের চুল।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ