প্রিয় পাঠক লক্ষ্য করুন

Saturday, October 8, 2011

নুহার নোলক || রহমান মাসুদ

(তরু ও নুহাকে)
আঙুলগুলো
আসলেই যদি
পারতো হতে
দুধে ভাতে পান্তা ভাতে
দীর্ঘ ডানার
পাখির পালক

হৃদয় যদি
পারতো হতে
ঘরের মতো
ঘর ভর্তি
নুহার নোলক

আমিও তখন
সুখে দুঃখে
মহা সুখে
নেচে গেয়ে
বেশে ভূষে
হয়ে যেতাম
রাখাল বালক।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ