প্রিয় পাঠক লক্ষ্য করুন

Wednesday, February 23, 2011

যেদিন চলে গেলে :: জহির রহমান

মৃদ্যু হেসে যেদিন তুমি
সরিয়ে নিলে হাত
সেদিন থেকে স্বপ্নবিহিন
শূ্ণ্য কাল রাত
সেদিন থেকে ছন্নছাড়া
বিষন্ন সব ভোর
শূণ্য নদী মলিন আকাশ
নিশ্চুপ নিঃশোর
সেদিন থেকে ছায়ার সাথে
বন্ধ হলো কথা
কেন তুমি দিয়ে গেলে
হিয়া পূর্ণ ব্যাথা
যেদিন থেকে চলে গেলে
হাঁটি হাঁটি পায়
চেনাজানা সুরগুলো আর
বাজেনা যে হায় ।।

২২/০২/২০১১

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ