প্রিয় পাঠক লক্ষ্য করুন

Monday, February 21, 2011

বিদায়ক্ষণে কেন আসিয়া তারেই :: মনিরা চৌধুরী

চাহিয়াছে যে তোমারে,
ছলছল নয়ানে
দাড়াওনিতো কভু আসিয়া
তারই মনো বাতায়নে।
আজি কেন তবে , চাহিয়া তারেই
কাদিয়া উঠো যে আনমনে?
চাহিয়াছে সে তোমারে,
প্রথম শরৎ রাতে
আসনিতো কাছে তারই ,
ভাসিয়া খুশির দোলাতে।
তবে আজি কেন, মনে তার
ঢালিছে ফাগুন, তব বসন্ত বেলাতে?
এই আমি চাহিয়াছি তোমারে,
ভরা-ভাদরও দিনে
আসোনাইতো কাছে মোর,
ঢালোনিতো সুধা কভু শুণ্য এ পরাণে।
তবে আজি কেন এ নিরব প্রাণ,
জাগাতে চাহ কোন সুখ আলোড়নে?
তব জীবন হতে যারে,দিয়াছ ফিরায়ে
নাওনিতো কাছে কভু,
রাখনি মরমে জড়ায়ে ।
তবে আজি তার বিদায়ক্ষণে, আসিয়া তারেই
বলছি কেন ভালবাসি ভালবাসি শুধু তোমারেই।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ