প্রিয় পাঠক লক্ষ্য করুন

Monday, February 21, 2011

অন্যরূপ ভালবাসা :: মনিরা চৌধুরী

ভালবাসা তুমি যে
নিত্য সকাল সাঁঝে, হৃদয় গগনমাঝে
হও জমানো বাদল
চাইলেই ঝরো, অবিরাম
কারো ভিজাতে অন্তঃস্থল।


তুমি কখনো ভালবাস
দুঃখ পাহাড়ঘেষা, কষ্ট আবির মেশা
হয়ে ঝরণা ধারা।
ডাকলেই আসো, ছুটে নিরন্তর
কাউকে করো তুমি সর্বহারা।
কখনো আবার তুমি
বুক পাজরে রাখা, প্রাণ সরোবরে জাগা
হয়ে কোন উথলানো ঢেউ
ইচ্ছেমত তুমি, হওযে কারো
নিজের করো কারো কেউ

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ