প্রিয় পাঠক লক্ষ্য করুন

Wednesday, February 9, 2011

লোকাল বাসে চড়ার সুবিধা :: মাসুম বিল্লাহ

১. বাসে চড়ার জন্য লাইনে দাঁড়ানোর ফলে আপনি শৃঙ্খলাবোধ শিখলেন। জাতি হিসেবে এ ব্যাপারে আমাদের তো আগে থেকেই বদনাম আছে।
২. লাইনে দাঁড়িয়ে আছেন তা প্রায় ঘণ্টা খানেক, বাসের দেখা নেই। ভাই, আপনার ধৈর্য নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আপনাকে দিয়ে হবে। এরপর থেকে খুব কম কাজেই ফেল মারবেন আপনি।
৩. এবার আপনি বাসে উঠবেন, শুরু হলো প্রতিযোগিতা। ছিলেন পেছনে, কিন্তু দেখা গেল আপনি উঠতে পারলেন এবং আশ্রয় পেলেন সিটে। সেক্ষেত্রে আপনি বিজয়ী। হোক না তা অবৈধভাবে। প্রতিদিন তো আমরা এমন কত অবৈধ কাজ করে যাচ্ছি। উন্নতি আপনার না হয়ে কার হবে বলেন?
৪. যারা বলেন শরীর আর চলে না, বল-শক্তি নেই। তাদের বলি, নিয়মিত লোকাল বাসে যাতায়াত করার অভ্যাস করে ফেলুন। শরীরের সব কল-কব্জা সচল ও দীর্ঘস্থায়ী হবে আর আপনি হলেন দীর্ঘজীবী মানুষ।
৫. মোটা, মুটু, ভুঁড়িয়াল বলে যারা মন খারাপ করে থাকেন। রাতের ঘুম হারাম, প্রেমিকা চলে গেছে। পকেটের টাকা-পয়সাগুলো শেষের পথে, তাদের উপায় একটা আছে—তারা প্রতিদিন লোকাল বাসে চড়তে পারেন। ফলাফল নিজেই দেখুন জনাব-জনাবা।
৬. ঢাকা শহরের লোকাল বাসের ভেতর আছেন, আর আপনি জ্যামে পড়বেন না, তা কেমন করে হয়? বিরক্ত হবেন না। নিশ্চিন্তে নাক ডেকে লম্বা একটু ঘুম দিন। যারা রাতে বউয়ের জ্বালায় ঘুমাতে পারেন না, তাদের জন্য বিষয়টা অধিক লাভজনক।
৭. আপনি উঠতি লেখক-লেখিকা, আইডিয়ার অভাবে ভুগছেন, নো চিন্তা—বাসে বসেই আইডিয়া বের করে ফেলতে পারবেন আশা করি। তো শুরু করে দিন আজ থেকে...।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ