প্রিয় পাঠক লক্ষ্য করুন

Wednesday, February 9, 2011

দূরের গ্রহে বসে

অ্যালুমিনিয়াম ফয়েলে আকাশ ঢাকা
গায়ে তার জ্বলে কোটি-কোটি প্লাংক্‌টন
তারই মাঝে একা একটি শ্যামলা মেঘে
সহসা তোমার মুখের উদ্ভাসন। হয়তো এখন আকাশ নামছে ঝেঁপে
মেঘ ও মেঘনার ইনটারসেকশনে
ঝাপসা একটি মানুষীর সিল্যুয়েট
ঝিলিক দিয়েই মিলায় বি্নরণে।

দূর গ্রহে বসে ভাবছি তোমার কথা
এতটা দূরে যে, ভাবাও যায় না ভালো
ভাবনারা হিম-নিঃসীম ভ্যাকুয়ামে
শোধনে-শোষণে হয়ে যায় অগোছালো।

অথচ এখানে তোমারই শাসন চালু
তোমার নামেই বায়ু হয়ে আমি বই
তোমারই আবেশে বিদ্যুৎ জাগে মেঘে
তোমার রূপেই ময়ূর ফুটেছে ওই।

মধুকর আজ ভুলে গিয়ে মাধুকরী
কায়মনোবাক্যে জপছে তোমার রূপ
মনন করছে তোমারই বিম্বখানি
ধ্যানে ও শীলনে একাগ্র, নিশ্চুপ।

গন্ধকের এই গন্ধধারিণী গ্রহে
তটস্থ এক বিকল জীবের মনে
ক্ষার, নুন, চুন, এসিড-বাষ্প ফুঁড়ে
চমকাও এসে থেকে-থেকে, ক্ষণে-ক্ষণে। 


সূত্র : সংগৃহিত

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ