সোমবার, এপ্রিল 14, 2025

প্রিয় পাঠক লক্ষ্য করুন

Monday, February 21, 2011

গত জনমের কতো কথা :: মনিরা চৌধুরী

কত যে আপন হয়ে ছিল সে আকাশ
গত জোসনা ঝরা রাতে।
কত যে স্বপ্নে ছিল ঘুমের স্বপনেতে।

কত যে সুবাসে ছিল ভরা সে বাতাস
গত বৈশাখী ঝড়ো হাওয়াতে।
কত না আবেশে ছিল জড়ানো এ মন
গত পূর্ণিমা চাঁদের সাথে।
কত না প্রতীক্ষায় ছিল যে বরষা
গত বরিষধারা মাঝে।
কত না আনন্দে ছিল পূর্ণ হিয়া যে
গত দিনের সকাল সাঁঝে।


কত যে রঙে ছিল রঙীন ভুবন যে
গত প্রিয় জনমেতে।
এখনো সবই আছে সবার মতই
শুধু আমি নেই যে তাতে।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ