প্রিয় পাঠক লক্ষ্য করুন

Monday, February 21, 2011

সুখ মানে :: মনিরা চৌধুরী

সুখ মানে
একফালি চাঁদ যেন ঢেকে যাওয়া মেঘে
কখনো ভোগে সে, কখনো ত্যাগে

সুখ মানে
এক নীল সাগরের উপচে পড়া ঢেউ
কখনো আপন সে, কখনো নয় কেউ।

সুখ মানে
নিরব রাতের কোন ফুল নিরবেই ঝরে
হঠাৎই সে ভাঙে মন, হঠাৎ-ই গড়ে।

সুখ মানে
ভুলে যাওয়া কেউ যেন জেগে ওঠা স্মৃতির পাতায়
কখনো হাসায় সে, কখনো কাঁদায়।

সুখ মানে
হাড়িয় যাওয়া জীবনের খুজেঁ পাওয়া সুর
কখনো কাছে যেন, কখনো সুদূর।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ