প্রিয় পাঠক লক্ষ্য করুন

Friday, March 2, 2012

অগ্নিঝরা মার্চ-৩: এদিন স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়

আজ স্বাধীনতার মাস মার্চের ৩ তারিখ। একাত্তর সালে এদিনটি ছিল রক্তঝরা। পাক সেনাদের গুলিতে ঢাকা ও চট্টগ্রামে একশ’ ব্যক্তির প্রাণহানি হয় এদিনে। ২ মার্চের গণহত্যার শোক ঘোষণা করা হয় এদিনে। গণহত্যার শোক দিবস আর অর্ধদিবস হরতালের মধ্য দিয়ে শুরু হয় ৩ মার্চের দিনটি। একদিকে পাক সরকারের ষড়যন্ত্রমূলক বৈঠকের আমন্ত্রণ, অন্যদিকে জনতার বিক্ষোভ, হরতাল, উত্তাল মিছিলে পাক সেনাদের
গুলির মধ্য দিয়ে কাটে এদিন। মজলুম জননেতা মওলানা ভাসানী এদিনে নিন্দা ও ব্যঙ্গাত্মক টেলিগ্রাম পাঠান পাকিস্তানি শাসক ইয়াহিয়া খানের কাছে। এদিনে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন তত্কালীন ছাত্রনেতা শাজাহান সিরাজ।
একাত্তরের ১ মার্চ ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের ঘোষণা দেয়ায় বড় ধরনের চক্রান্তের মুখোমুখি হয় পূর্ব পাকিস্তানের মানুষ। মার্চের প্রথম দিন থেকেই খুব সতর্ক হয়ে ওঠে তারা। ২ মার্চ ওড়ানো হয় জাতীয় পতাকা। দেশজুড়ে উত্তাল বিক্ষোভ চলে।
এদিনে ঢাকার পল্টনের জনসভায় অহিংস আন্দোলনের ডাক দেন শেখ মুজিবুর রহমান। ছাত্রলীগ ও জাতীয় শ্রমিক লীগ আহূত এ সভায় স্বাধীনতার ইশতেহার পাঠ করেন ছাত্রনেতা শাজাহান সিরাজ। এদিন সকাল থেকেই যথারীতি মিছিলের নগরী হয়ে ওঠে ঢাকা। শান্তিপূর্ণভাবে অর্ধদিবস হরতাল পালনের সঙ্গে সঙ্গে মিছিলে মিছিলে ঢেকে যায় পুরো নগরী। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে এদিন পার্লামেন্টারি গ্রুুপের ১২ জন নির্বাচিত নেতাকে ১০ মার্চ বৈঠকে আমন্ত্রণ জানান ইয়াহিয়া খান। শেখ মুজিবুর রহমান এ আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। একই দিনে মওলানা ভাসানীর তীব্র নিন্দাসূচক ও ব্যঙ্গাত্মক টেলিগ্রাম পৌঁছে ইয়াহিয়ার কাছে।
নেতাদের বৈঠকের আমন্ত্রণের পাশাপাশি পাকিস্তানি বাহিনী জনগণের ওপর আক্রমণ অব্যাহত রাখে এদিন। পাক সেনাদের গুলিতে এদিন ঢাকায় ২৫ আর চট্টগ্রামে ৭৫ জন নিহত হয়। দেশজুড়ে হতাহতের সংখ্যা ছিল দু’হাজারেরও বেশি। এ আক্রমণ স্বাধীনতার লক্ষ্যে আরও বড় ধরনের আত্মত্যাগের জন্য প্রস্তুত করে তুলে ছিল গোটা জাতিকে। তারা ঐক্যবদ্ধ সংগ্রামের ডাকের অপেক্ষা করতে থাকে।
সূত্র : আমার দেশ

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ