প্রিয় পাঠক লক্ষ্য করুন

Friday, October 26, 2012

জোস্ন্যা | কামাল উদ্দিন রায়হান


রবির কিরন অস্তমিত হয়
পূব আকাশে মিটমিটি থালার মত,
ছড়িয়ে যায় রূপালি আলোয়
মিষ্টি আলোর একি মায়া,
দিনের আলোয় যেন মিথ্যা ছায়া।

তনুখানি কোমল বাতাসে দক্ষিণা হাওয়া
জুড়িয়ে দিয়ে যায় দেহ মন,
ঝিরিঝিরি মায়াময় একি কোমল ছোঁয়া
 বইছে দক্ষিণা পবন।
দুপুর রজনী বয়ে যায়,
তবু চোখে নিদ নাহি হায়,
মায়াময় একি আলোয় ,
 মোহ করেছে এ কোন আভায়,
ভালবাসার অপার জুটি লিখে গান লিখে নানান কবিতা,
রাখে সবাই চাদের মত সুন্দর নিজের ছবিটা।
দু একটা মেঘের পুঞ্জী ঢেকে দেয় চাঁদ,
গোমড়া রুপে ধারন করে পরিবেশ
আলোর মায়ায় ছেলেখেলায় একি কোন ফাঁদ।

এমন করে কি মানুষ আড়াল হলে হয় ভিন্ন রুপ?
আড়ালে কি মানুষের এই রূপ থেকে যায়?
যেভাবে চাঁদ বাহিরে তার সর্বস্ব ঢেলে দেয়
কিন্তু ঢাকা পড়ে যখন অশ্মরিরীরুপ করে ধারন ,
মানুষের এই উপরকার চর্মের আড়ালে করে বারণ।
মায়া কি এভাবে ছড়ায় চন্দ্রের মত আলো?
আহা! মানুষ তার রুপ কত! বিপদে তার পরিচয় ,
চন্দ্রের মত দেখায় বাহির থেকে কত ভাল।।


No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ