প্রিয় পাঠক লক্ষ্য করুন

Saturday, December 18, 2010

ভাঙ্গা কুলা by নীল মেঘ

ভাঙা কুলা দেখছ? ভাঙা কুলা,
ময়লা ফেলা ভাঙা কুলা।
আমি এক ভাঙা কুলা,
ময়লা ফেলা ভাঙা কুলা।

কাজের পরে দিনের শেষে,
জায়গা হয় উঠানের পাশে।
বলছি আমি এক ভাঙা কুলা,
জলন্ত চুলা, তপ্ত ছাই ফেলা।

একদা ছিলাম অনেক ভালো,
পড়ত চোখে কত সুখের আলো,
ধান উঠার পরে,
থাকতাম আমি সবার ক্রোড়ে।
কিন্তু এখন নেই আমার দাম,
নেই সেসব দিনের সোনালী নাম।
নেই সেসব স্মৃতি,
মনে রাখে নি কেউ আমার কৃতি।
এখন আমি শুধুই ভাঙা কুলা,
থাকতাম না, যদি না থাক চুলা।
আজ জীবন মোর সাঁজে,
ময়লা ফেলার কাজে।

বলছি আমি এক ভাঙা কুলা,
ময়লা ফেলার ভাঙা কুল।




সুত্র দেখুন

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ