ভাঙা কুলা দেখছ? ভাঙা কুলা,
ময়লা ফেলা ভাঙা কুলা।
আমি এক ভাঙা কুলা,
ময়লা ফেলা ভাঙা কুলা।
কাজের পরে দিনের শেষে,
জায়গা হয় উঠানের পাশে।
বলছি আমি এক ভাঙা কুলা,
জলন্ত চুলা, তপ্ত ছাই ফেলা।
একদা ছিলাম অনেক ভালো,
পড়ত চোখে কত সুখের আলো,
ধান উঠার পরে,
থাকতাম আমি সবার ক্রোড়ে।
কিন্তু এখন নেই আমার দাম,
নেই সেসব দিনের সোনালী নাম।
নেই সেসব স্মৃতি,
মনে রাখে নি কেউ আমার কৃতি।
এখন আমি শুধুই ভাঙা কুলা,
থাকতাম না, যদি না থাক চুলা।
আজ জীবন মোর সাঁজে,
ময়লা ফেলার কাজে।
বলছি আমি এক ভাঙা কুলা,
ময়লা ফেলার ভাঙা কুল।
সুত্র দেখুন
Saturday, December 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment