বর্তমান পেনড্রাইভের মাধ্যমে কম্পিউটারে ভাইরাস বেশি ছড়ায়। তার প্রধান কারণ হচ্ছে যার কম্পিউটারে ভাইরাস থাকে তার কম্পিউটারে পেনড্রাইভ সংযুক্ত করলে পেনড্রাইভে ভাইরাস ফাইল সহ একটি অটরান ফাইল চলে আসে। অন্য কম্পিউটারে পেনড্রাইভ সংযুক্ত করলে অটরান ফাইল ভাইরাস ফাইলটি কে সয়ংক্রিয় ভাবে চালু করে। ফলে কম্পিউটারটি ভাইরাস আক্রান্ত হয়ে পড়ে।
এ থেকে মুক্তির সহজ উপায় এই লিংক থেকে একটি রেজ ফাইল ডাউনলোড করুন তারপর ডাবল ক্লিক >yes>ok করুন সমস্যা সমাধান। আর কোন পেনড্রাইভ সংযুক্ত করলে উইন্ডোজ অটরান ফাইল টি কে পড়তে পারবে না ফলে ভাইরাস ফাইলটি চালু হবেনা।
Sunday, December 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment