প্রিয় পাঠক লক্ষ্য করুন

Sunday, December 19, 2010

পেনড্রাইভের ভাইরাস আক্রমণ থেকে আপনার কম্পিউটারকে রক্ষা করুন।

বর্তমান পেনড্রাইভের মাধ্যমে কম্পিউটারে ভাইরাস বেশি ছড়ায়। তার প্রধান কারণ হচ্ছে যার কম্পিউটারে  ভাইরাস থাকে তার কম্পিউটারে পেনড্রাইভ সংযুক্ত করলে পেনড্রাইভে ভাইরাস ফাইল সহ একটি অটরান ফাইল চলে আসে। অন্য কম্পিউটারে পেনড্রাইভ সংযুক্ত করলে অটরান ফাইল ভাইরাস ফাইলটি কে সয়ংক্রিয় ভাবে চালু করে। ফলে কম্পিউটারটি ভাইরাস আক্রান্ত হয়ে পড়ে।
এ থেকে মুক্তির সহজ উপায় এই লিংক  থেকে একটি রেজ ফাইল ডাউনলোড করুন তারপর ডাবল ক্লিক >yes>ok করুন সমস্যা সমাধান। আর কোন পেনড্রাইভ সংযুক্ত করলে উইন্ডোজ অটরান ফাইল টি কে পড়তে পারবে না ফলে ভাইরাস ফাইলটি চালু হবেনা।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ