প্রিয় পাঠক লক্ষ্য করুন

Tuesday, December 14, 2010

মা

                 মনে  আনন্দ আসে
                      খুসি থাকে মন;
                মায়ের কথা মোর
                      মনে পরে যখন।
                                                  
            ছোট্টো থেকে তুমি আমার
                    বুকের মাঝে আছো,
           তোমার  আসন থাকবে তোমার
                  নিতে পারবে কেউ নাকো।

 
           ছুটির দিনে যখন রাখি
                 তোমার কোলে মাথা,
          চোখের কোনে েভসে ওঠে
                ছোট্টো বেলার কথা!!
         "আয় আয়  চাঁদ মামা
                 টি দিয়ে যা---
         তুতুন আমার বড্ড দুরন্ত
              শান্ত করে যা"
                                                
         রাগ করে মা যখন তুমি
               মারতে আমায় যেতে?
         খাটের তলায় লুকিয়ে যেতাম
              খুঁজে কি আমায় পেতে??
         তখুন তুমি আদর করে
              ডাকতে আমায় কাছে !
         বলতে কি মা পারবে আজ
              তুতুন ভুলে গেছে???
                   
         দুপুর বেলায় যখন তুমি
                ক্লান্ত হয়ে শুতে-
         মাথা চাপড়ে যখন মাগো
                ঘুম পারিয়ে দিতে?
         তোমার পানে তাকিয়ে আমার
               কষ্ট্ বড় হতো
         বৃথা হাত বুলাচ্ছে মাথায়
              ঘুমোচ্ছি আমি নাতো!!!
                                              
         ছোট্টো "আমি" বড় হলাম
               সময়ের আবেশে,
         মাকে দেখতে পাই শুধু
              সারা দিনের শেষে।
         সকাল থেকে শুরু হয়
             জীবন গড়ার চাপ--
         তোমায় দেখতে পাই না মাগো
              করলাম কি পাপ?
       
         বন্ধু এলো বন্ধু গেল
              বন্ধু আসবে কত !!!
         কেউ কি আমার পারবে হতে
            "মা-বন্ধু"র মতো??
         মা আমার মাগো তুমি
            থাকবে মাগো আমার !!
        যাবে অনেক আসবে অনেক--
            তুমি থাকবে আমার।।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ