প্রিয় পাঠক লক্ষ্য করুন

Wednesday, December 29, 2010

একটি ছেলে by মোশাররফ

আম্মুর সাথে হাঁটতে গিয়ে
সাত সকালে দেখি
একটি ছেলে গাছ তলাতে
ধুলায় মলিন একি ? ।।

কাঁথা বালিশ নেই ছেলেটির
সূর্য কিরণ দেয় যে চুম
সারা গায়ে তার কাঁদামাটি
তবুও দু'চোখ ভরা ঘুম ।।

কষ্টে আমার বুক ফেটে যায়
চোখ গড়িয়ে জল এলো
রাতে আমার স্বপ্ন মাঝে
তার সাথে খুব ভাব হলো ।।

ঘুমের ভিড়ে প্রশ্ন তারে
কেমনে তুমি গাছতলায়
বলতে গিয়ে আশ্রু ঝরায়
নিষেধ করি তা না বলায়

একদিন তাকে বন্ধু করে
নিলাম আমার বাসায়
কজের ফাঁকে পড়ে সে রোজ
দারিদ্র জয়ের নেশায় ।।

৩০.১২.১০

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ