প্রিয় পাঠক লক্ষ্য করুন

Thursday, December 30, 2010

ছেলেবেলার গল্প


ছেলে বেলার ছবি গুলি
ভেসে উঠে নয়নে,
মনের মাঝে লুকিয়ে ছিল
কত কি যে গোপনে!

অ আ পড়া আর
দুষ্টুমি রত,
ঝগড়া ফ্যাসদ করে কত
করেছি যে ক্ষত!
কোথা গেল সেসব
সোনালী দিন,
তা তা তৈ থৈ থৈ
তাধিন তাধিন।

কানামাছি ভৌঁ ভৌঁ
আর কত খেলা,
খেলা আর ম্যালার মাঝে
কাটিয়ে দিতাম বেলা।

স্কুল পালানো আর ঘুড়ি উড়ানো
এসব কথা বাজে এখন
বহুত আগের পুরনো।

এমন দিন বুঝি
ফিরিবে না আর,
খেলা শেষে ফিরে যেতাম
বাড়ী বাড়ী যার।

৩০/১২/২০১০

1 comment:

  1. আবদুর রহীমMarch 18, 2012 at 9:57 PM

    ছেলেবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল...

    ReplyDelete

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ